আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন ৭৬তম দিনে গড়ালো। দেশের ৬৮টি কৃষক সংগঠন যৌথভাবে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে, ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ শে জানুয়ারি আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর র্যালি করার অনুমতি দিয়েছে পুলিশ।
দিল্লিতে ৫ টি রুটে ৬০ কিলোমিটার রাস্তায় প্রায় একলাখ ট্রাক্টর নিয়ে শোভাযাত্রা করবে আন্দোলনরত কৃষক সংগঠনগুলো। এছাড়া, আন্দোলনরত কৃষক নেতাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দিল্লি-হরিয়ানা সীমান্তের বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, হরিয়ানার প্রশাসনের কর্মকর্তারা এই ষড়যন্ত্র করছে। যদিও কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্টরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন