চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার কোন পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সিইসি এসব জানান।
এসময় প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী এলাকায় কোন সাধারণ ছুটি থাকবে না। আগামী ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কে এম নুরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মাদ মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ অন্যরা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন