ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। আর নিজেদের তৃতীয় ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
আজ রোববার (২৪ জানুয়ারি) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচের ৪৮তম মিনিটে জয়সূচক গোলটি আসে মুক্তিযোদ্ধার মেহেদী হাসানের পা থেকে।
লিগে দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ৮ নাম্বারে রয়েছে মুক্তিযোদ্ধা। ৩ ম্যাচের সব ক’টিতে হেরে তলানিতে রয়েছে আরামবাগ।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পের্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে সলেমানে দিয়াবাতের স্পট কিক থেকে লিড নেয় মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই শেখ রাসেলকে সমতায় ফেরায় জিয়ানকার্লো লোপেস রদ্রিগেস।
লিগে ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে শেখ রাসেল। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান। আর ৩ ম্যাচের সব ক’টিতে জিতে শীর্ষে বসুন্ধরা কিংস।
এদিকে দিনের শেষ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম আবাহনী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন