চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা চালিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক নায়িকারা। আজ (রোববার) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে ট্রাকে করে প্রচারণা শুরু করে নগরীর বেশ কয়েকটি মোড় ঘোরেন তারা।
চিত্র নায়ক-নায়িকারা সরকারের উন্নয়নকে আরো গতিশীল করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের পক্ষে ভোট চান। এসময় চট্টগ্রামকে ঘিরে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডও তুলে ধরেন তারা।
আওয়ামী লীগের নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন চিত্র নায়ক রিয়াজ, মীর সাব্বির, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহসহ আরো অনেকে।
এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন