নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না গেলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না।
আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগাঁরগাওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েকটি সহিসংতা এই আশঙ্কা আরো বাড়িয়েছে। তবে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হলে যেকোন ঘটনার দায় নির্বাচন কমিশনের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন