আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা থামছেই না। দুই দেশের সেনাদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার উত্তর সিকিমের সীমান্তবর্তী নথু লা এলাকায় ওই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে গত বছরের জুনে লাদাখ সীমান্তের গলওয়ানে চীনা সেনাদের সাথে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। ওই সংঘর্ষে চীনেরও কয়জন হতাহত হলেও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকে সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে। সীমান্তে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করেছে দু’পক্ষই।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন