ভৈরব সংবাদদাতা: ভৈরবে পরকিয়ার জেরে নবী হোসেন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এই রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজেশ্বর গ্রামের মোহন পাঠানের মেয়ে সুমনা বেগম শিলার (২৮) সঙ্গে বিয়ে হয় একই এলাকার কাজী মমিন মাস্টারের ছেলে নজরুল ইসলামের (৩৫)। বিয়ের পর তাদের ডিভোর্স হয়ে গেলে সুমনা কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। এসময় নবী হোসেনের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে সুমনার। এনিয়ে নবী হোসেন ও নজরুল ইসলামের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে নজরুল ইসলামকে সাথে নিয়ে সুমনা নবী হোসেনকে বাসায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন