রাজশাহী সংবাদদাতা: ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় ২০০ প্রকারের ধান উদ্ভাবন করেছেন রাজশাহীর কৃষক নূর মোহাম্মদ। শংকরায়ণের মাধ্যমে এসব জাত উদ্ভাবন করেছেন তিনি। উদ্ভাবিত ধান ইতিমধ্যে সাড়া ফেলেছে, চাষাবাদ করে কৃষকরা ভালো ফলনও পাচ্ছেন।
রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদ। উচ্চ শিক্ষিত না হলেও, ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে শঙ্করায়ণের মাধ্যমে ধানের জাত উদ্ভাবন করেছেন তিনি। প্রতি বছরই তিনি উদ্ভাবন করছেন নতুন ধানের বীজ। এখন পর্যন্ত তার গবেষণায় উদ্ভাবন হয়েছে ২০০ প্রকারের ধান।
তার উদ্ভাবিত ধান ছড়িয়ে দিয়েছেন এ অঞ্চলের কৃষকদের মাঝে। এসব ধান চাষ করে ভালো ফলন পাচ্ছেন এলাকার কৃষকরা।
নূর মোহাম্মদের উদ্ভাবিত ধান উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু এবং বরেন্দ্রসহ বিভিন্ন অঞ্চলে চাষের উপযোগী।
তার উদ্ভাবিত ধানের মধ্যে তিনটি জাত পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানালেন, ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
এবছর, রোপা আমন মৌসুমে তিন বিঘা জমিতে নূর মোহাম্মদ ৭৪ প্রকারের ধানবীজ চাষ করেছেন।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন