ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে আইসিসি সুপার লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে সুপার লিগ চালু করেছে আইসিসি।
এই তালিকার শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ পাবে। প্রতিটি ওয়ানডে ম্যাচে জয়ের জন্য ১০ পয়েন্ট করে রাখা হয়েছে। ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করে তিন ম্যাচে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
রান রেটের হিসেবে বাংলাদেশ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৬ ম্যাচে তিন জয় এবং তিন পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন