আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটার এর তথ্য বলছে, একদিনে নতুন আরো সাড়ে ৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। আর নতুন সাড়ে ৯ হাজারসহ মোট মৃত্যু সাড়ে ২১ লাখ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ কোটি ২২ লাখ মানুষ।
এদিকে, যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই। করোনা পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্য সংকট সামাল দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতদের শোকার্ত স্বজনরা।
অন্যদিকে, করোনার নতুন ধরনের বিরুদ্ধে মডার্নার ভ্যাকসিন কাজ করবে বলে দাবি করেছেন টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। এছাড়া, এই ভাইরাসের টিকা নিলে দুবাইয়ের কিছু রেস্তোরাঁয় মূল্যছাড়ের সুবিধা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। টিকার প্রথম ডোজ নিলে পাবেন ১০ শতাংশ, আর দুটি ডোজ নিলে পাবেন ২০ শতাংশ মূল্যছাড়, দেশটিতে এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ টিকা নিয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন