নিজস্ব প্রতিবেদক:হাইকোর্ট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী হামিদুলকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল, জাহিদ হোসেন, শুক্কুর আলী, শাকিল ও সোহেল মিয়া।
এদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, অটোরিকশা, নিহতের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার জানান, করোনা পরবর্তী সময়ে রাজধানীতে ছিনতাইসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। তাদের রুখতে এরিমধ্যে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
গত শনিবার রাতে হাইকোর্ট মাজারসংলগ্ন ঈদগাহ মাঠের সামনের রাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। এক রিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে এবং পায়ে ছুরিকাঘাতের দাগ ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। রোববার স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন