নিজস্ব প্রতিবেদক: পণ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় শুল্ক ফাঁকি রোধে দ্রুতই ১৩টি স্ক্যানার মেশিন কেনার জন্য রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে বিশ্ব কাস্টমস দিবসের অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন মন্ত্রী। এসময় তিনি জানান, যেসব বন্দরে স্ক্যানার নেই, সেসব বন্দর দিয়ে শুল্ক ফাঁকির আশঙ্কা রয়েছে। একই সাথে সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য আনা কাঁচামালের উপর রাজস্ব ছাড়ের হিসাব রাখতেও নির্দেশ দেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, আগামী জুলাই থেকে দুই লাখ টাকার বেশি শুল্ক ই-পেমেন্ট ছাড়া গ্রহণ করা হবে না।
নিজস্ব প্রতিবেদক: খাদ্যে ভেজালকারী ও...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন