নিজস্ব প্রতিবেদক: বিনামূল্যে দেয়া হলে ৮৪ শতাংশ মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহী। আর ১৬ শতাংশ আগ্রহী নয়। ভ্যাকসিনের কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও সন্দেহ আছে অনেকের মধ্যে। ‘কোভিড-১৯ এর টিকার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গী প্রেক্ষিত’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিটিউটের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) গবেষণার ফল প্রকাশ করেছে তারা। জরিপে ৩ হাজার ৫৬০ জনের সাক্ষাতকার নিয়ে এই ফল প্রকাশ করা হয়েছে।
গবেষণায় উঠে এসেছে দেশের ৮৪ শতাংশ মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহী। তবে এর মধ্যে সবাই এ মুহূর্তে ভ্যাকসিন নিতে চায় না। ৩২ শতাংশ মানুষ এ মুহূর্তে ভ্যাকসিন নিতে আগ্রহী। আর বাবি ৫২ শতাংশ মানুষ এ মুহূর্তে নয়, তারা দেখে শুনে দেরিতে ভ্যাকসিন নিতে চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিটিউটের গবেষণার ফল বলছে, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এ মুহূর্তে সন্দেহ আছে ৫৫ শতাংশ মানুষের আর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহ আছে ৩৪ শতাংশ মানুষের। বিনামূল্যে দিলে নিম্নবিত্তরা ভ্যাকসিন নিতে চায়। তবে উচ্চবিত্তদের মধ্যে টাকা দিয়ে ভ্যাকসিন নেয়ার আগ্রহ বেশি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন