টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় দু’জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের আরো এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর দুই আসামির ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ঘাটাইল উপজেলার রামপুর এলাকার জাহাঙ্গীর হোসেন (৩০), গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার গৌতম চন্দ্র আর্য্য (৩০)। শিশু আসামি হওয়ায় ১০ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে ঘাটাইল উপজেলার নিয়ামতপুর কাজিপুর এলাকার মোহাম্মদ হাসান আলী (১৭) ও ভূঞাপুর উপজেলার রুহুলী পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ সোহেলকে (১৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০শে সেপ্টেম্বর ভূয়াপুরের রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতি মাসুদ রানাকে স্কুল থেকে অপহরণ করে আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পাওয়ায় শিশুটিকে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ২০১৩ সালের তেসরা অক্টোবর শিশুটির নানী মাজেদা বেগম বাদি হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন