নিজস্ব প্রতিবেদক: লাগাতর বন্যার কারণে আউশ ও আমনে চালের উৎপাদন কম হওয়ায় এবার সরকারিভাবে ধান-চাল সংগ্রহ করা যায়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি জানান, মিল মালিক ও পাইকাররা এই সুযোগে বাজারের নিয়ন্ত্রণ নিয়েছে।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) দেশের বাজারে চাল, আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ উদঘাটনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন বিষয়ক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি জানান, ‘চালের বাজার বাড়ার একমাত্র কারণ সরকারের গুদামে চাল না থাকা। যে সুযোগটা মিলার ও ব্যবসায়ীরা নিয়েছেন। তারা একচেটিয়া সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়েছে। মন্ত্রী বলেন, মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণের কাজটা কার্যত বাণিজ্য মন্ত্রণালয়ের। পাশাপাশি খাদ্য ও কৃষি মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আগামী বোরো মৌসুমে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরশীলতা কমিয়ে বিকল্প রাষ্ট্রের সাথে যোগাযোগ করা হচ্ছে। চাল, আলু কিংবা পেঁয়াজসহ সকল কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের তাগিদ দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
নিজস্ব প্রতিবেদক: খাদ্যে ভেজালকারী ও...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন