নিজস্ব প্রতিবেদক: নগরের বিভিন্ন ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের হুমকি দিয়ে বের করে দেওয়া হচ্ছে এবং দলীয় পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
তিনি ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের জানান, এটা আমার কেন্দ্র, এখান থেকেই এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এজেন্ট থেকে কার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। প্রিসাইডিং অফিসার আছেন, এটা তো তাদের দায়িত্ব, অমুক প্রার্থীর এজেন্ট কই।
এদিকে মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেন, ‘সকাল থেকেই নগরীর বিভিন্ন কেন্দ্র নিজেদের দখলে নেয় আওয়ামী সমর্থকরা। তারা লালখান বাজার, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর এজেন্টরা ঢুকতে চাইলে বহিরাগতরা বাধা দেয়।
দীপ্তি জানান, ৯ নম্বর ওয়ার্ডের ঝোলাপাড়া, ফিরোজশাহ কলোনি, রামপুরের মতিঝর্ণাসহ পাহাড়তলী ও লালখান বাজারের বেশ কয়েকটি কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে। ৯ নম্বর পাহাড়তলীতে শুধুমাত্র শহীদ লেন সরকারি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে পেরেছে। বাকি কোনো কেন্দ্রেই এজেন্টরা ঢুকতে পারেনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন