নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫ জন স্বাস্থ্যকর্মীর দেহে টিকা প্রয়োগ করা হবে। আজ (বুধবার) গণভবন থেকে অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করবেন।
ভারত থেকে কেনা অক্সফোর্ডের করোনার টিকা পরীক্ষা করে গতকালই মানবদেহে প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এদিকে আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে করোনার টিকা দেয়া শুরু হবে। এবছর ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
দেশে বর্তমানে রয়েছে ৭০ লাখ করোনা টিকা। সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারত থেকে ৫০ লাখ টিকা দেশে পৌঁছায়। অক্সফোর্ড ও এ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯-এর এই ভ্যাকসিন উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এই ভ্যাকসিনের নাম দেয়া হয়েছে ‘কোভিশিল্ড’। এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে কোভিশিল্ডের ২০ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন