ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। সেন্ট মেরি স্টেডিয়ামে স্বাগতিক সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে গার্নাস। ম্যাচের শুরুতে স্বাগতিকদের একমাত্র গোল এনে দেন স্টুয়ার্ট আর্মস্ট্রং। ৮ মিনিটে নিকোলাস পেপে আর্সেনালকে সমতায় আনেন। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের বুকায়ো সাকা।
এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে গার্নাস। ৭২ মিনিটে আলেকজান্দ্রে লাকাজেত আর্সেনালকে জয় সূচক গোলটি এনে দেন। এদিকে আরেক ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির হয়ে জোড়া গোল করেছেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন