তারেক সিকদার: বাজারে আরেক দফা বেড়েছে ভোজ্যতেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারপ্রতি বেড়েছে ১০ টাকা। দাম কমেনি চালেরও। বেড়েছে আরও কিছু মুদি পণ্যের দাম। তবে সরবরাহ ভালো থাকায় স্বস্তি সবজির বাজারে।
প্রায় দুই মাস ধরেই অস্থির ভোজ্যতেলের বাজার। সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। বোতলজাত সয়াবিন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১শ’ ৪০ টাকা লিটার। আর কেজিপ্রতি ৫ টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১শ’ ২০ টাকায়। আন্তর্জাতিক অঙ্গনে করোনার প্রাদুর্ভাব বাড়ায় এর প্রভাব পড়েছে ভোজ্যতেলের বাজারে, এমনটাই জানান বিক্রেতারা।
দাম বাড়ার তালিকায় যুক্ত হলো আরও কিছু মুদি পণ্য। রসুন কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১শ’ ২০টাকায়, কেজিকে ২ থেকে ৩ টাকা বেড়ে আটা ৪০ টাকা, ময়দা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর শুকনা মরিচের কেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২শ’ ৮০ টাকায়।
এদিকে, ভরা মৌসুমেও দাম কমছেনা চালের। আমদানি করা চালের মান ভালো না হওয়ায় বাজারে দামের প্রভাব পড়েনি বলে জানান বিক্রেতারা।
তবে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি মিলেছে ক্রেতাদের। বিভিন্ন জাতের মাছের সরবরাহও বেশ ভালো বাজারে। আর অপরিবর্তিত রয়েছে গরু, মুরগী ও খাসির মাংসের দাম।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন