যশোর সংবাদদাতা: যশোরের শার্শায় নাভারণ-গোড়পাড়া সড়কের গাতিপাড়া সেতুটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটিতে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সেতুটি পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। বরাদ্দ না পাওয়ায় সেতুর কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা প্রকৌশলী।
সেতুর উপর বাঁশের খুটি, ঢালাই উঠে গিয়ে বেরিয়ে এসেছে ভেতরের রড। এ চিত্র যশোরের শার্শা উপজেলার নাভারণ-গোড়পাড়া সড়কের গাতিপাড়া খেয়াঘাট সেতুর।
এ সড়কপথে এলাকার ১০ হাজার মানুষের যাতায়াত। কৃষিপন্য বেচাকেনাসহ নানা প্রয়োজনে তাদের এ সেতু পার হয়ে নাভারণ বাজারে যাওয়া আসা করতে হয়।
এক বছর ধরে সেতুটির উপরের অংশ ভেঙে আছে। রিক্সা, রিক্সাভ্যান, ইজিবাইক, সিএনজিসহ ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে প্রতিদিন।
সেতু পুনর্নির্মাণে কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী।
দ্রুত সেতুটি মেরামত করা হবে, কমবে দুর্ভোগ, এমনটাই আশা এলাকাবাসীর।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন