নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের টিকা নেয়ার বয়স এখন আর কমানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে তিনি সাংবাদিকদের এতথ্য জানান।
গত ২৭’শে জানুয়ারি থেকে সারাদেশে করোনার গণটিকাদান শুরু হয়। প্রথম দিকে মানুষের মধ্যে অতঙ্ক থাকলেও সময়ের সাথে মানুষের আগ্রহ বেড়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। আর নিবন্ধন করেছেন ২০ লাখেরও বেশি মানুষ।
টিকার নিবন্ধনের জন্য প্রথমে ৫৫ বছর বয়সীদের অনুমোদন দেয়া হলেও পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। বয়সসীমা আরো কমিয়ে আনার কথা জানানো হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা নেয়ার বয়স এখন আর কমানো হবে না। একটি সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে জুন-জুলাই মাস পর্যন্ত এভাবেই টিকা দিতে চায় তারা।
তিনি বলেন, ‘যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন। আমরা সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। টিকা নিতে আসা মানুষের সুবিধার্থে অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে’।
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালানের ৫০ লাখ ডোজ ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে আসবে বলেও জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
ভারতের উপহারের ২০ লাখ ডোজ এবং সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজ দিয়ে চলছে টিকাদান কার্যক্রম।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন