নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে ১৩তম দিনে করোনার টিকা কার্যক্রম চলছে। কেন্দ্রে কেন্দ্র গিয়ে টিকা নিচ্ছেন সাধারণ নাগরিকদের পাশাপাশি বিশিষ্ট জনেরাও। দিন যত যাচ্ছে কন্দ্রগুলোতে বাড়ছে করোনা টিকা গ্রহণকারীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৩২ লাখের বেশি মানুষ।
শনিবার ১২তম দিনে ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জনসহ এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ায় প্রতিদিনই চাপ বাড়ছে কেন্দ্রগুলোতে। সুষ্ঠু ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ টিকা নেয়ার কথা রয়েছে জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের।
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন