নিজস্ব প্রতিবেদক: তিনমাস পর বিশ্ববিদ্যালয় খোলার সরকারি ঘোষণার সাথে একমত নয় শিক্ষার্থীরা। আগামী মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে তারা ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত হবে।
করোনা অতিমারির কারণে এক বছর ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খুলে দিতে সম্প্রতি আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা। যার শুরু শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জোর করে ঢুকে পরে কিছু শিক্ষার্থী।
এর মধ্যে মে মাসে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এই ঘোষণা প্রত্যাখ্যান করে মার্চে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে এ দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকারের সিদ্ধান্ত ও শিক্ষার্থীদের দাবি সবই একাডেমিক কাউন্সিল সভায় আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান।
একই দাবিতে, আন্দোলন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক : কারাগারে মুশতাক...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন