নিজস্ব প্রতিবেদক: করোনার টিকাদান কর্মসূচির ১৩তম দিনে সাধারণ মানুষের পাশাপাশি টিকা নিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যরা। মানুষের আগ্রহ বাড়ায় নিবন্ধনও বাড়ছে। এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছে ৩৫ লাখ মানুষ। আর টিকা নিয়েছেন প্রায় ২৩ লাখ নাগরিক। এদিকে ভারত থেকে কেনা অক্সফোর্ডের করোন টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ আজ রাতে ঢাকায় আসছে।
সারাদেশের এক হাজারের বেশি কেন্দ্রে প্রতিদিন করোনার টিকা নিতে মানুষের ভিড় বাড়ছে। এ পর্যন্ত ৩৫ লাখ মানুষ টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছে। এরিমধ্যে টিকা নিয়েছেন প্রায় ২৩ লাখ নাগরিক।
এদিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সালমা খাতুন, জাহানারা আলমসহ কোচিং স্টাফ মিলে মোট ৩৯ জন। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের চাপ বাড়লেও, স্বচ্ছন্দে টিকা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।
এদিকে ভারত থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ আজ রাতে ঢাকায় আসছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বন্দর থেকে টিকাগুলো নিয়ে গাজীপুরে তাদের বিশেষ সংরক্ষণাগারে রাখা হবে।
এছাড়া সরকারি হিসেবে গেলো দিনে করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে ৩৬৬ জন।
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন