নিজস্ব প্রতিবেদক: দুই সপ্তাহে ২৫ লাখেরও বেশি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। আর টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় ৩৭ লাখ মানুষ। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, এপ্রিলের ৭ তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে, পাশাপাশি প্রথম ডোজের কার্যক্রমও চলমান থাকবে।
করোনা টিকা নিতে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। ৭’ই ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরুর দুই সপ্তাহের মধ্যেই ২৫ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। আর টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় ৩৭ লাখ নাগরিক।
সারাদেশে এক হাজারেরও বেশি কেন্দ্রে টিকা নিচ্ছেন নিবন্ধিতরা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়ে স্বস্তি জানান সাধারণ মানুষ।
সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও, এসেছে ২০ লাখ ডোজ। অন্যান্য উৎস থেকেও টিকা সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭’ই এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।
এদিকে সরকারি হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, গেলো দিনে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৪ জন। নতুন করে ৩৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন