ফাহিম মোনায়েম: অনেকটা ঢাকঢোল পিটিয়ে চালানো হয় অভিযান। তারপরও দখলমুক্ত হচ্ছে না রাজধানীর ফুটপাতগুলো। উল্টো ফুটপাতে বেড়েই চলেছে দোকানের সংখ্যা। ভ্রাম্যমাণ ও অস্থায়ী হকারদের কারবারে ফুটপাত ধরে এখন হাঁটা দায় পথচারীদের। ফুটপাত হকারমুক্ত করতে ঢাকা সিটি করপোরেশন ও মহানগর পুলিশের তেমন তৎপরতাও চোখে পড়েনা।
ফুটপাত তো আগেই বেদখল, এখন রাজধানীর ব্যস্ততম অনেক সড়কেই চলছে হকারদের রমরমা ব্যবসা। ফুটপাত দখলে নেয়ায় সংকুচিত মানুষের চলার পথ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় ২২০ কিলোমিটার ফুটপাত রয়েছে, উত্তর সিটিতে আছে ২২৩ কিলোমিটার। সদরঘাট, গুলিস্তান, মতিঝিল থেকে উত্তরা যাত্রাবাড়ী থেকে ফার্মগেইট গাবতলী কিংবা মিরপুর এমনকি অভিজাত গুলশান এলাকার সামান্য অংশ বাদ দিলে পুরো শহরের অধিকাংশ ফুটপাতে পসরা সাজিয়ে বসে হকাররা।
ফুটপাতে হকারদের রাজত্বের নেপথ্যে প্রভাবশালীদের চাঁদাবাজির অভিযোগ আছে মানুষের।
নগরীর কোন কোন এলাকার ফুটপাত হকারদের দখলে তার কোন হিসেব নেই সিটি করপোরেশনের কাছে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও চিত্র বদলায় খুব সামান্যই।
বাংলাদেশ ছিন্নমূল হকার সমিতির তথ্য অনুসারে, বর্তমানে ঢাকা শহরে হকার রয়েছে ১ লাখ ৩০ হাজার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন