ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ ফুটবল লিগে জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্প স্টেডিয়ামে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে এলচেকে।
নিজেদের মাঠে শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে বার্সা। কিন্তু স্ট্রাইকাররা জালের ঠিকানা খুঁজে না পেলে প্রথমার্ধে বার্সেলোনা গোল পায়নি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৪৮ মিনিটে লিওনেল মেসি বার্সা সমর্থকদের স্বস্তি এনে দেন। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। ৬৩ মিনিটে বার্সেলোনাকে আবারো উল্লাসের উপলক্ষ্য এনে দেন জর্ডি আলবা। তাতে সহজ জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমালো বার্সা। ২৪ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আতলেটিকো মাদ্রিদ। ২৩ ম্যাচ খেলা এলচের অবস্থান পয়েন্ট তালিকার ১৯ নম্বরে।
ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন