ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ডানেডিনে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
আগে ব্যাট করে মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসনের জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২১৯ রান তোলে কিউইরা। গাপটিল দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন। আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েন গাপটিল। এছাড়া অধিনায়ক কেইন উইলিয়ামসন করেন ৫৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ জমিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ১৫ রান। মার্কাস স্টোনিস ও ড্যানিয়েল স্যামস দু’জনেই শেষ ওভারে আউট হলে অজিদের জয়ের আশা ভেঙ্গে যায়। ৮ উইকেটে ২১৫ রান তোলে অজিরা। আর টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন