নিজস্ব প্রতিবেদক: এক বছর হলগুলো বন্ধ থাকায় তা সংস্কারে তিনমাস সময় নিয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
এসময় মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাথীরা তিনমাস পর পরীক্ষা দিলেও সেশনজটে পরবে না। তাঁর দাবি, একটি মহল সরকারকে বিপাকে ফেলতে সুযোগ নিচ্ছে। বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের আন্দোলন না করার আহ্বানও জানান তিনি।
আগামী শনিবার আন্ত:মন্ত্রণালয় বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী।
দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর সব শিক্ষা প্রতিষ্ঠানের মত বিশ্ববিদ্যালয়গুলোও গতবছর ১৭ মার্চ বন্ধ ঘোষণা করা হয়। এরপর অনলাইনে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সম্প্রতি বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৪ মে খুলে দেয়া হবে সকল বিশ্ববিদ্যালয়। তার আগে ১৭ মে খুলবে আবাসিক হল। তবে মার্চেই বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৯ বছর পর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন