ক্রীড়া ডেস্ক : আহমেদাবাদে গোলাপী বলের টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিনে ভারত ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। ইংলিশ বোলার জো রুটের স্পিন ঘূর্ণিতে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয় ১শ’ ৪৫ রানে। জো রুট পান ৫ উইকেট।
তবে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আক্সার প্যাটেল ও রবিচন্দ্রন অশি^নের স্পিনে সফরকারীরা অলআউট হয় মাত্র ৮১ রানে। আক্সার প্যাটেল ৫ ও অশি^ন ৪ উইকেট পান।
ফলে ম্যাচ জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ৪৯ রান। রোহিত শর্মা ও শুভমান গিল সহজেই ভারতকে জয়ের বন্দরে নোঙ্গর করান। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেলো।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন