সিলেট সংবাদদাতা: দেশ-বিদেশের বিভিন্ন জাতি-গোষ্ঠির ৫২টি ভাষায় ‘মা’ শব্দের প্রতিশব্দ দিয়ে সিলেটে নির্মিত হয়েছে ব্যতিক্রমী শহীদ মিনার। শহীদ মিনারটির স্থপতি জানিয়েছেন, ৫২’র ভাষা শহীদ ও মা শব্দটিকে সম্মান জানিয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
যেকোন ভাষায়ই মা শব্দটি মধুরতম আর শ্রদ্ধার। ভাষা শহীদ, আর মা শব্দের প্রতি সম্মান জানাতে, সিলেটে শহীদ মিনার নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫২টি ভাষায় ‘মা’ শব্দ। শহীদ মিনারটির উচ্চতা ৩৮ ফুট, চওড়া ৬০ ফুট। প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১৫ শতক জায়গায় এই শহীদ মিনারটি নির্মাণ করেছে সিলেটের লিডিং ইউনিভার্সিটি। এরই মধ্যে মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। মিনারটির ঠিক মধ্যভাগে বড় করে বাংলা হরফে রয়েছে ‘মা’ শব্দটি। তারপর, থরে থরে, ভিন্ন ভাষায়, ভিন্ন বর্ণে লেখা হয়েছে মা শব্দটি। রয়েছে বাংলা ভাষায় কালজয়ী কবিতার পংক্তিমালা।
শহীদ মিনারটি জুড়ে এই ‘মা’ শব্দ অন্য রকম এক আকর্ষণ সৃষ্টি করেছে। শহীদ মিনার নির্মাণে, বিভিন্ন ভাষা ব্যবহারের একটাই লক্ষ্য, মাতৃভাষার প্রতি সম্মান জানানো।
মাতৃভাষায় মাকে অনন্য এক উচ্চতায় তুলে ধরতেই এই প্রচেষ্টা বলে জানালেন এর স্থপতি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন