আন্তর্জাতিক ডেস্ক: আন্দামান সাগরে ভাসতে থাকা একটি নৌকা থেকে জীবিত ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। তাদের মধ্যে ২৩ জনই শিশু। ওই নৌকায় আরও আটজনের মরদেহ পাওয়া গেছে।
তবে উদ্ধার পাওয়া রোহিঙ্গাদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ১১’ই ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকাটি রওনা দিয়েছিল। পরে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ভারতীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই নৌকায় থাকা শরণার্থীদের উদ্ধারের পর খাবার, বিশুদ্ধ পানি, পরিষ্কার কাপড়সহ চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। নষ্ট হওয়া নৌকাটি ঠিক করা হচ্ছে। তাদের নিরাপদে কক্সবাজারে ফিরিয়ে দিতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে।
ওই নৌকার যাত্রীদের নিয়ে উদ্বেগ জানিয়ে সতর্কবার্তা দিয়ে বিবৃতি দেয় জাতিসংঘ। তবে গত সোমবার বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে নৌকায় সাগর পাড়ি দেওয়ার চেষ্টার ঘটনা জানা নেই তাদের।
২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলো জাতিগত নির্মূল অভিযান শুরু করার পর প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন