আন্তর্জাতিক ডেস্ত: সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাজ্যে ফেরার সুযোগ বন্ধ হয়ে গেছে আইএস জঙ্গী শামীমা বেগমের। তার ব্রিটিশ নাগরিত্ব বাতিলে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রায় দিয়েছেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত।
রায়ে বলা হয়েছে, শামীমা বেগম যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারেন। তাই তাঁকে দেশে ফেরার অনুমতি দেওয়া উচিত হবে না। পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছে।
ব্রিটিশ নাগরিত্ব বাতিল হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে গিয়ে আইএসে যোগ দেয়। সেখানে গিয়ে তিনি এক আইএস জঙ্গীকে বিয়েও করেন। ২১ বছর বয়স্ক শামীমা বেগম বর্তমানে উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।
শামীমা ২০১৯ সালে যুক্তরাজ্যে ফিরতে চান। তবে একই বছর যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করেন। এরপর বিষয়টি আদালতে গড়ায়।
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন