নিজস্ব প্রতিবেদক: তৈরী পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ২ হাজার ২১৪ জন ভোটারের ভোটে আগামী ৪ঠা এপ্রিল বিজিএমইএ’র ৩৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচিত হবে।
আজ শনিবার (২৭ ফেব্রæয়ারি) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে নির্বাচনে অংশ নেয়া দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ এর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এসময় উভয় প্যানেলই প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল সহযোগিতার আশ্বাস দেয়।
সর্বশেষ ২০১৩ সালে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছিল। পরবর্তী দুই মেয়াদে পর্ষদ নির্বাচিত হয় মূলত প্রার্থীদের সমঝোতার মাধ্যমে। এবার সেই জায়গা থেকে সরে এসে সরাসরি ভোটে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। জায়ান্ট গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান ‘সম্মিলিত পরিষদের’ আর হান্নান গ্রæপের চেয়ারম্যান এ বি এম সামসুদ্দিন ‘ফোরামের’ সভাপতি প্রার্থী হয়েছেন। আজ শনিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন উভয় প্যানেলই মননোয়নপত্র জমা দেয়।
বর্তমান সভাপতি রুবানা হক এবার ‘ফোরাম’ প্যানেলের সদস্য হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। মনোনয়পত্র জমা দিতে এসে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হবে বলেই আশাবাদী তিনি।
এদিকে সম্মিলিত পরিষদের পক্ষে প্রচারণায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার ফলে বাণিজ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পদক্ষেপ নিবে এই পরিষদ।
কিছুদিন আগে ‘স্বাধীনতা পরিষদ’ নামের একটি সংগঠন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও শনিবার তারা জানায় সম্মিলিত পরিষদের সাথে একাত্ম হয়ে নির্বাচনে অংশ নেবে তারা।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন