নিজস্ব সংবাদদাতা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম জোটের ছাত্র সংগঠনগুলো।
এ উপলক্ষে আজ (সোমবার) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় পার হয়ে বিদ্যুৎভবনের সামনে পর্যন্ত গেলে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
এসময় আটক নেতাকর্মীদের মুক্তিসহ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান ছাত্রনেতারা। পরে দুপুর দেড়টার দিকে ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কারাগারের কক্ষে মুশতাক আহমেদ অচেতন হয়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে গত ২৭শে ফেব্রুয়ারি শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। ওই বিক্ষোভ থেকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন