রাজশাহী সংবাদদাতা :রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। সামনের দিনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান দলটির সিনিয়র নেতারা। মঙ্গলবার বিকেলে রাজশাহীতে বিভাগীয় সমাবেশে এসব বলেন নেতারা।
দেশব্যাপী নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেলে নগরীর নাইস গার্ডেনে বিভাগীয় সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি। এতে অংশ নেয় দলের ছয় মেয়র প্রার্থী এবং রাজশাহীসহ আশপাশের জেলার নেতাকর্মীরা।
সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামীলীগ নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সুকৌশলে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্রকে আবারো ফিরিয়ে আনা হবে।
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৯ বছর পর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন