নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপে আরও ২ হাজার ২’শ ৫৯ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে অস্থায়ীভাবে স্থানান্তর করা হচ্ছে। বুধবার (০৩ মার্চ) প্রায় সাড়ে সাত’শ পরিবারের এসব রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার (০৩ মার্চ) সকাল সাড়ে দশটায় চট্টগ্রামে নৌবাহিনীর বোটক্লাব জেটি থেকে ৬টি জাহাজ করে তাদের ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে, চার ধাপে প্রায় সাড়ে দশ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। শুধুমাত্র স্বেচ্ছায় যেতে আগ্রহীদেরই সেখানে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভাসানচরে যেতে আরও ২ হাজারের বেশি রোহিঙ্গা ইতোমধ্যে নাম লিখিয়েছে।
বিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন