আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে আজ (বুধবার) আরও ৯জন নিহত হয়েছে। এনিয়ে বিক্ষোভে দেশটিতে প্রাণ গেলো ৩০ জনের।
রয়টার্স জানিয়েছে, বুধবার মান্দালয়, ইয়াঙ্গুন, মনিওয়া, মিয়াংইয়াং শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবারও রাজপথে নেমে আসে হাজারো মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছাড়াও এদিন বিক্ষোভকারীর ওপর গুলি ছোঁড়ে পুলিশ।
মনিওয়া শহরে বিক্ষোভকারীর ওপর পুলিশ গুলি চালালে অন্তত ৫জন নিহত হয়। এসময় আহত হয়েচে আরও ১০জন।
দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে পুলিশের গুলিতে মারা গেছে ২জন। আহত হয়েছে কমপক্ষে ৯জন। এছাড়া ইয়াঙ্গুনে ১ ও মিয়াংইয়াং শহরে ১জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
সংঘর্ষে আহত বিক্ষোভকারীদের চিকিৎসায় সামরিক সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন চিকিৎকসরা।
গেল পহেলা ফেব্র“য়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই আন্দোলনকারীদের ওপর চড়াও হচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৮ শে ফেব্র“য়ারির পর ৩ মার্চ বুধবার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে।
এদিকে, আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনসহ আরও দুটি অভিযোগ এনেছে জান্তা সরকার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন