অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় তিন অভিনেতা। গতকাল বুধবার (৩১ মার্চ) রাত থেকে হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বলে জানিয়েছেন আবুল হায়াতের মেয়ে নাতাশা হায়াত।
তিনি বলেন, তার বাবার জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন। তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
বাবার জন্য দোয়া চেয়ে নাতাশা আরো বলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এদিকে, করোনাভাইরাস পজিটিভ ফল নিয়ে বাসায় নিভৃতবাসে আছেন গুণী অভিনেতা-নির্মাতা-সংগঠক গাজী রাকায়েত। গতকাল বুধবার (৩১শে মার্চ) তার করোনা ফলাফল পজিটিভ আসে। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) গাজী রাকায়েত বলেন, ‘জ্বর আসায় ৩০ তারিখ নমুনা পরীক্ষা দিয়েছিলাম। গতকাল ফল পজিটিভ পেয়েছি। তবে ভালো বিষয় হলো, আজ হালকা কাশি থাকলেও অন্য কোনও খারাপ লক্ষণ নেই। তাই বাসাতেই নিভৃতবাসে আছি।’জানালেন, বই পড়ে আর সিনেমা দেখে সময় কাটাচ্ছেন তিনি।
অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। গত সপ্তাহে কোভিড টেস্টে ফলাফল পজিটিভ আসে তার। হঠাৎ কাশি বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফসানা মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন