অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা দম্পতির প্রাণীদের প্রতি ভালোবাসার কথা অজানা নয় ভক্তদের। এবার স্ত্রীর প্রেরণায় পথপ্রাণীদের জন্য দুটি সেবাকেন্দ্র খুলছে দাতব্য সংস্থা বিরাট কোহলি ফাউন্ডেশন (ভিকেএফ)।
গতকাল চৌঠা এপ্রিল বিশ্ব পথপ্রাণী দিবসে এই ঘোষণা দিয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের জন্য বিরাট কোহলি নিজে এতথ্য জানিয়েছেন।
যেখানে বিরাট লিখেছেন, প্রাণীদের সেবার এটা আমাদের প্রথম পদক্ষেপ। এজন্য আমার স্ত্রী আনুশকা শর্মাকে ধন্যবাদ দিতে হয়। সেই আমাকে অনুপ্রাণিত করেছে। প্রাণীদের প্রতি তার ভালোবাসা অনেক। প্রাণীদের অধিকার নিয়ে সে সবসময়ই সোচ্চার।
প্রাণীদের স্বাস্থ্যসেবায় কাজ করা সংস্থা ভিভালডিস অ্যানিম্যাল হেল্থ এবং আওয়াজ স্ট্র নামক দু’টি সংস্থার সঙ্গে যোগ দিয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। মুম্বাই শহরে পথপ্রাণীদের জন্য চিকিৎসা সেবা ও নিরাপদ আশ্রয় গড়ে তুলতে এক হয়ে কাজ করবে সংস্থা তিনটি।
মুম্বাইয়ের মালাদ এবং বয়সার অঞ্চলে পথপ্রাণীদের জন্য এই সেবাকেন্দ্র দু’টি খুলা হবে। এর মধ্যে মালাদের কেন্দ্রটি হবে অস্থায়ী। অসুস্থ্য পশুদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এখানে। আর বয়সারে স্থায়ী কেন্দ্র করার কথা রয়েছে। পঙ্গু আর অসুস্থ পশুদের সেখানে এনে রাখা হবে। এই প্রকল্পের জন্য অ্যাম্বুলেন্স পরিসেবার ব্যবস্থাও করা হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন