বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসিন করোনায় আক্রান্ত৷ তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন৷এ অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। সেখানে তিনি এস এম মহসিনের পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন৷
এস এম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যবিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এস এম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত চিঠি নাটকে অভিনয় করেছেন। আর পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।
তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও৷ অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন