বিনোদন ডেস্ক: মিসেস শ্রীলঙ্কান খেতাব জয়ী পুষ্পিকা ডি সিলভার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের অভিযোগে মুকুট খুলে নিয়ে প্রতিযোগিতায় প্রথম রানার আপকে তা পরিয়ে দেয়া হয়। পরে আবার তাকে মুকুট ফিরিয়ে দেয়া হয়েছে।
গেল রোববার দেশটির জাতীয় টেলিভিশনে চলা এ প্রতিযোগিতার ফলাফর ঘোষণার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মানহানির জন্য আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান পুষ্পিকা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের সুন্দরী হিসেবে মিসেস শ্রীলঙ্কান খেতাব জিতেন পুষ্পিকা। তাঁর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। কিন্তু পরক্ষণেই ২০১৯ সালের বিজয়ী কারোলিন জুরি অভিযোগ করেন, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়েছে, তাই তিনি এ খেতাবের অধিকারী হতে পারবেন না। শুধু অভিযোগেই ক্ষান্ত হননি কারোলিন। তিনি পুষ্পিকার মাথায় পরিয়ে দেয়া মুকুট খুলে নিয়ে অন্য আরেক প্রতিযোগিকে তা পরিয়ে দেন।
এসময় কারোলিন মঞ্চে বলেন, ‘এই সুন্দরী প্রতিযোগিতার একটি নিয়ম হলো নারীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং যাঁদের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তাই আমি এই মুকুট প্রথম রানারআপকে দিতে যাচ্ছি।’
অনুষ্ঠানের এক ভিডিও ফুটেজে দেখা যায়, এ ঘটনার অশ্র“সিক্ত অবস্থায় মঞ্চ ছেড়ে যান পুষ্পিকা। পরে অবশ্য এ ঘটনার জন্য আয়োজকেরা পুষ্পিকার কাছে ক্ষমা চান। কারণ, তাঁরা নিশ্চিত হয়েছেন, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়নি, তবে তাঁরা আলাদা থাকেন।
পুষ্পিকা তাঁর ফেসবুক পেজে এক বিবৃতিতে লিখেছেন, এই ঘটনার পর তিনি প্রচণ্ড মাথাব্যথায় ভুগছেন। এ জন্য তাঁকে হাসপাতালের যেতে হচ্ছে। তাঁকে বিনা কারণে যেভাবে অপমান করা হয়েছে, এ জন্য তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।
পুষ্পিকা পোস্টে লেখেন ‘আমার এখনো বিচ্ছেদ হয়নি। যিনি আরেক নারীর মুকুট ছিনিয়ে নিতে পারেন, তিনি কখনো সত্যিকারের সুন্দর নারী হতে পারেন না।’
মিসেস শ্রীলঙ্কান ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চান্দিমাল জয়সিংহে বিবিসিকে বলেন, মঙ্গলবারই মুকুটটি পুষ্পিকার কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমরা খুবই হতাশ। কারোলিন মঞ্চে যা করলেন, তা খুবই মানহানিকর। আয়োজক সংস্থা এরই মধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন