আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমাতে জান্তা সরকারের ধরপাকড় ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে। দুই মাস ধরে চলা এ বিক্ষোভে প্রাণ গেছে প্রায় ৬শ’ জনের। এ পর্যন্ত আটক করা হয়েছে সাড়ে তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে। নিরাপত্তা বাহিনীর অব্যাহত দমন-পীড়নের মুখে রাজপথে বিক্ষোভ করা অনেকটা কঠিন হয়ে পড়েছে আন্দোলনকারীদের।
এদিকে, মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ নিরর্থক এবং বিপদজনক বলে মন্তব্য করেছে রাশিয়া। এমন পদক্ষেপ দেশটিকে শেষ পর্যন্ত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে বলে সতর্কও করেছে মস্কো।
MHS/BDB
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন