নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী আর নেই। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজ বুধবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত ইন্দ্রমোহন রাজবংশী উচ্চ রক্তচাপে ভুগছিলেন। রবিবার হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে রাখা হয়। তার ফুসফুস ৫০ শতাংশ ড্যামেজ হয়ে গিয়েছিল। এছাড়া ইন্দ্রমোহন রাজবংশী ডায়াবেটিসসহ অন্যান্য শারীরিক জটিলটায় ভুগছিলেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, লোকসঙ্গীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, লোকগানের বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
MHS/BDB
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন