নিজস্ব প্রতিবেদক: সরকারের অব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে সরকারের বিধি-নিষেধ বা লকডাউন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার (০৭ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।
তিনি বলেন, সরকারের অপরিকল্পিত এবং পূর্বপ্রস্তুতিহীন পদক্ষেপে মানুষ আরো করোনা ঝুঁকির মধ্যে পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অনেক সময় হাতে পেলেও সরকারের উদাসীনতায় এবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
করোনা মোবাকেলা এবং লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষের সহায়তায় কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবিও জানানো হয় বিএনপির পক্ষ থেকে।
লকডাউন নিয়ে সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয় না থাকায় জনমনে বিভ্রান্তি হচ্ছে বলে জানান এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘সরকারের মন্ত্রীরা লকডাউন বললেও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা বলছেন, এটি লকডাউন নয়, কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। লকডাউন নিয়ে সরকারের মধ্যে দুই রকম বক্তব্যে চরম সমন্বয়হীনতারই প্রমাণ মেলে।’
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন