নিজস্ব প্রতিবেদক: আজ (বুধবার) বইমেলার ২১তম দিন। আজও বইমেলায় প্রকাশিত হয়েছে ৬৯টি নতুন বই। কিন্তু প্রতিদিন বইমেলায় নতুন নতুন বই প্রকাশিত হলেও সেই তুলনায় ক্রেতা নেই বললেই চলে। আজ (বুধবার) লকডাউনের তৃতীয় দিনেও প্রায় দর্শকশুন্য ছিল মেলা প্রাঙ্গণ।
লকডাউনের প্রথম দু’দিন গণপরিবহন চালু না থাকায় তেমন দর্শনার্থীদের দেখা মেলেনি। তবে তৃতীয় দিনে গণপরিবহন চালু করায় প্রকাশকরা আশা করেছিলেন দর্শণার্থীর সংখ্যা বাড়বে। কিন্তু আশাহত হয়েছেন তারা। বেলা ১২টার দিকে দর্শণার্থীদের জন্য মেলার দুই প্রাঙ্গণ- বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান খুলে দেয়া হলেও প্রায় জনশুন্য ছিল বইমেলা প্রাঙ্গণ। ক্রেতা সমাগম না থাকায় অলস সময় পার করতে হয় বিক্রেতাদের। ক্রেতা না থাকায় অনেকেই স্টল বন্ধ করে দেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন