বিনোদন ডেস্ক: তনুশ্রী দত্ত! যিনি ‘আশিক বানায়া আপনে’ সিনেমা দিয়ে নজর কেড়েছিলেন দর্শকদের। এরপর আরো বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। সবশেষ ২০১০ সালে মুক্তি পায় তার 'এপার্টমেন্ট' সিনেমাটি। এরপর আর সিনেমার পর্দায় দেখা যায়নি তাকে। অভিনয় ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি ফার্মে চাকরি করছেন তিনি। তবে আবারো পর্দায় ফিরবেন তনুশ্রী এমন খবর শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া তনুশ্রী বেশ কিছু বছর থেকেই পরিকল্পনা করছেন বলিউডে ব্যাক করার৷ কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনাও হয়েছে তার। অবশেষে আভাস মিলেছে তার নতুন সিনেমার। ফিল্ম বিটের এক প্রতিবেদন অনুসারে, করণ সিং গ্রোভার এবং রণদীপ হুদার বিপরীতে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।
বর্তমানে তনুশ্রী নিজেকে তৈরি করছেন। মুটিয়ে যাওয়া শরীরকে এখন ব্যস্ত ফিটনেসে আনতে। কতোটা সাফল্য পাবেন তা বোঝা যাবে পর্দাতেই।
২০০৩ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন বাঙালি মেয়ে তনুশ্রী দত্ত। পরবর্তীতে ২০০৫ সালে 'চকলেট' এবং "আশিক বানায়া আপনে' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন