চলতি মাসের শেষে মেট্রোরেলের উদ্বোধন

প্রকাশিত: ১২-১২-২০২২ ২২:৫২

আপডেট: ২২-১২-২০২২ ১১:৩৭

নিজস্ব প্রতিবেদক: চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের সুবিধা মতো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন। মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। 

আজ (সোমবার) রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

তিনি জানান, প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে। শুরুতে চলবে ১০টি ট্রেন। প্রাথমিকভাবে যেহেতু উত্তরা থেকে আগারগাঁওয়ে নামতে হবে যাত্রীদের। তাই এ চাপ সামাল দিতে যুক্ত হচ্ছে বিআরটিসির বাস সার্ভিস। 

মেট্রোরেল এমআরটি লাইন-৬ এ প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে। 

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের পথ। যার মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজ চলমান রয়েছে।

 

FM/habib