ফারদিন আত্মহত্যা করেনি, দাবি বাবার

প্রকাশিত: ১৫-১২-২০২২ ১৫:৫২

আপডেট: ১৫-১২-২০২২ ১৫:৫২

নিজস্ব প্রতিবেদক: ফারদিন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বাবা কাজী নূরউদ্দিন। তিনি বলেন, 'আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।’

আজ (বৃহস্পতিবার) মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিন।

তদন্ত  নিয়ে অসন্তুষ্টি জানিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।

এর আগে গতকাল (বুধবার) সন্ধ্যায় নিজ কার্যালয়ে (ডিএমপির) ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ফারদিনের মৃত্যু প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের জানান, ‘বিভিন্ন জিজ্ঞাসাবাদ, ফারদিনের মরদেহ উদ্ধারের পর চিকিৎসক যে কথাটি বলেছিলেন, সে রকম তথ্য আমরা পাইনি। তার মারপিট বা জামা কাপড় ছেড়া ছিল না। কোথাও ধস্তাধস্তি হয়েছিল কি না বা তার শরীরে ছেঁড়াফাটা মারধরের দাগও আমরা দেখতে পাইনি। সুরতহালে কোনো আঘাতের চিহ্নও পাইনি। বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ, মৃত্যুর রাতে তার ঢাকা শহরে ছোটাছুটি, ব্রিজের কাছ পর্যন্ত যাওয়া, হতাশা, মানসিক অবস্থা- সবমিলিয়ে আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা সুইসাইডাল কেস'।

উল্লেখ্য, নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ এর মরদেহ উদ্ধার করা হয়। গত ৪ই নভেম্বর (শুক্রবার) সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন ফারদিন। এর তিনদিন পর সোমবার (৭ই নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Mustafiz/sharif