ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
২০০১ সালে জন্ম নেওয়া এনজোর বয়স মাত্র ২১। বিশ্বকাপের শুরুতে তাকে কেউ আমলেই নেয়নি। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই দেখান চমক। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ে চোখধাঁধানো গোল করে তাক লাগিয়ে দেন গোটা বিশ্বকে।
এরপর বিশ্বকাপের পরবর্তী সবগুলো ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডের অতন্দ্র প্রহরী ছিলেন এই বেনফিকার ফুটবলার। কোচ লিওনেল স্কালোনির তুরুপের তাস কখনোই হতাশ করেননি সতীর্থ ও কোচকে।
উাইনালে মাঝমাঠে ফ্রান্সকে প্রথম দিকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এনজো। তাইতো অনেকে আলোচনায় থাকলেও ফিফা এনজোর হাতেই তুলে দেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
rocky/sat